মৃগশিরা থেকে কৃত্তিকা ~ অধরা প্রান্তে
~
বাংলা বার ~ একটি নক্ষত্র, পাঁচটি গ্রহ ও
একটি উপগ্রহের নাম অনুসারে এবং
বারো মাস বারোটি নক্ষত্রের ~ নামে
প্রতিটি বার বায়ুমণ্ডল ভেদ করে ~ ঘুরে আসি
শনিবার = শনি গ্রহে ~ পাথর অরণ্যে
রবিবার = সূর্য কলংকে ~ রাগে
সোমবার = সোমে ~তিথি বার নক্ষত্র যোগ করণে, উপগ্রহে
মঙ্গলবার = মঙ্গলে ~ খনি খুঁড়ে আনা বিস্মৃতি
বুধবার = কৌণিক পার্থক্য ২৮.৩ ডিগ্রী
বৃহস্পতিবার = উত্তুঙ্গ জ্যোৎস্নার তিল × নিবিড় × নিবিড়ে
শুক্রবার = শুক্রগ্রহে
কিছু কিছু বার আছে ~ যাদের নাম নেই
ঐসমস্ত বার ~ তুমিপূর্ণ কিংবা হীনে
উত্তর ও দক্ষিণের ডাইরিতে ~ যে কবিতা
লুকিয়ে রেখেছি ~ তা তোমার অপেক্ষায়
প্রতিমাসে বারটি নক্ষত্রের ~ নিঝুম প্রান্তে
মৃগশিরা→ পুষ্যা→ মঘা নক্ষত্রে
ফাল্গুনী→ চিত্রা→বিশাখা হয়ে
জ্যেষ্ঠা →আষাঢ়া→ শ্রবণা লয়ে
ভাদ্রপদ ভেঙে ভেঙে→অশ্বিনী→কৃত্তিকা
ঐ দূর →উদ্দীপকে … , …
আকাশগঙ্গার ~ সমস্ত গ্রহ,উপগ্রহে, নক্ষত্রও
বাদ যাবে না ~ যদি হাত ধরো ~ থাকো একসাথে,